বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কসবায় কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণবিষয়ক কর্মশালা  

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবায় কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণবিষয়ক কর্মশালা  

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কসবা পৌর সদরে প্রতিষ্ঠিত বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউট আয়োজিত কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এই ইনিস্টিটিউটের অধ্যক্ষ মো. নাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি কে এম শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একে এম বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো.  রাসেল ভূঁইয়া। 

কর্মশালার শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বিষয়ে বক্তব্য রাখেন: ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান মো. আবুল কাসেম, সিভিল বিভাগীয় প্রদান মো. আশরাফুল, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. হোসেন খন্দকার, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ। 

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম জান্নাতুল ফেরদৌস ও মহিমা সুলতানা।

টিএইচ